বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম শনিবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে বাট্টাজোর ইউনিয়নের নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ২০তম চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার।
এসময় বক্তব্য রাখেন চক্ষু সেবা কার্যক্রমের উদ্যোক্তা শাখাওয়াত হোসাইন, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, শিক্ষক আবু সাইদ। চক্ষু চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল। অত্র এলাকার ২০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ১৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
এছাড়াও শাখাওয়াত হোসেনের সার্বিক সহযোগিতায় চোখের ছানি পড়া রোগীদের স্বল্প খরচে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। উত্তর রহিমপুর এলাকার কৃতি সন্তান শাখাওয়াত হোসাইন বলেন,সমাজের অসহায় , দরিদ্র ব্যক্তিরা চোখের সমস্যা নিয়ে বছরের পর বছর পার করলেও অর্থের অভাবে তারা চিকিৎসা করতে পারেন না তাই আমি বিনামূল্যে দরিদ্র মানুষের জন্য চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি।