বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাইকা প্রকল্পের অ্যাম্বুলেন্স হস্তান্তর
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং জাইকা প্রকল্পের অর্থায়নে অ্যাম্বুলেন্সটি সরবরাহ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হকের নিকট অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন।
এসময় বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা শাহজালাল, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, জাইকা প্রকল্পের ইউডিএফ রুপন কুমার বসাক, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ হবে এবং রোগীদের দ্রুত সেবা নিশ্চিত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের রোগীদের সেবায় নতুন অ্যাম্বুলেন্স পেয়ে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার , ইউএনও অহনা জিন্নাত সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাশেদ আলম সম্রাট