জৈন্তাপুর লালাখাল সীমান্ত বিএসএফ’র গুলিতে একজন নিহত, আহত ২
সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তের লালাখাল সীমান্তের ১৩০১ পিলারের সারীনদী সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে বিএফএফ এর গুলিতে একজন নিহত, দুইজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি।
এলাকাবাসী সূত্রে জানাযায় ২০ জুলাই বুহস্পতিবার ভোর ৬ টায় সারীনদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে যায় বাংলাদেশী শ্রমিক। ভারতীয় বিএসএফ চোরাকারবারী মনে করে শ্রমিকের উপর গুলি চালায় ৷ এসময় গুলিতে মারাত্বক আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মির্জান মিয়া (২২)।
স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে লালাখাল বাজারে নিয়ে আসেন ৷ আহতদের মধ্যে গুরুত্বর আহত রুবেল হোসেনকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ৷ সেখানে চিকিৎসাধিন অবস্থায় রুবেল মৃত্যু বরণ করে হাসপাতালে।
এদিকে অপর আহত দুইজন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ডাকা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এলাকাবাসী হোসেন আহমদ, জামাল মিয়া, রুবেল আহমদ, ফয়ছল আহমদ সহ অনেকেই জানান, বিজিবি'র টহল জোরদার থাকার পর সীমান্তে ভারতীয় চোরাকারবারী ও পাথর উত্তোলনকারী কিভাবে নৌকা নিয়ে প্রবেশ করে বিষয়টি খতিয়ে দেখা জরুরী।এঘটনায় ১৯ বিজিবির গোয়েন্দা টিমের এক সদস্য বলেন গুলিতে একজন নিহত হয়েছে এটি সত্য, তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। বিষয়টি থানা পুলিশ তদন্ত করতেছে।