ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের সাথে ইউএনওর মতবিনিময়
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনীতিবিদ ও সূধী সমাজের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ অক্টোবর বুধবার বিকালে উপজেলার হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী উপজেলায় উন্নয়নকে অব্যাহত রেখে সমস্যা তুলে ধরে সমাধানের জন্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,শাহাদাৎ হোসেন,বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ,জাসদের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক,মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালী সহ আরো অনেকেই।
এ সময় নবাগত ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্যে সরকারের অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: নেত্রকোনা-৩ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি?