হৃদয়ের স্বপ্ন। ছবি: ওয়াসীম আহমেদ
আমি যদি হতাম ফুলের সুবাস,
চৌদিকে সুগন্ধ ছড়িয়ে বাড়িয়ে
দিতাম মৌন উল্লাস।
ডানা যদি থাকত আমার বনের পাখির মত,
গগন তলে ভাসিয়ে ভেলা
বেড়াইতাম ইচ্ছা যত।
হতাম যদি আমি এক রূপবতী নারী,
হৃদয় খুলে ভালবেসে
এ-র্জীন জীবন দাতাম পারি।
আমি যদি হতাম এক রঙ্গীন বাঁশির সুর,
রাত জাগা চোখে নিদ্রা হেনে
নিশি করিতাম ভোর।
আওে পড়ুন: তিনিই রবীন্দ্রনাথ