স্বাধীনতা স্বরণে। ছবি: ওয়াসীম আহমেদ
স্বাধীনতা,
তুমি এসে ছিলে ১৬ই ডিসেম্বর পরে,
পুরো নয় মাস যুদ্ধ করে জয়ের মালা পড়ে।
স্বাধীনতা,
তুমি এসেছিলে মেশিন গান মর্টার গ্রেনেট অস্ত্রধরি,
রক্তে রঞ্জিত ত্রিশ লক্ষ প্রানের দানে
সংগ্রামের পথ দিয়ে পাড়ি।
স্বাধীনতা,
তুমি এসেছিলে তাই নব-জীবনের ইতিহাস লয়ে,
সাত কোটি বাঙ্গালীর একান্ত কামনায়
আশার সঞ্চার হয়ে।
স্বাধীনতা,
তুমি এসেছ তাই নত মস্তকে জানাই সম্ভাষন,
পুরো দিবস গান কবিতায়
করব তোমায় স্বরণ।
স্বাধীনতা,
তোমাকে ভালবেসে নিয়েছি নতুন শপথ,
দেশের তরে দিতে গিয়ে প্রাণ
হতে পারি যেন মহৎ।
আরও পড়ুন: হৃদয়ের স্বপ্ন