একই হাতে ফুল কাঁটা। ছবি: ওয়াসীম আহমেদ
আঁখি ঘেরা স্বপ্ন ছিল প্রাণ ভরা ভালবাসা,
নিবেদন করে ছিলেম
তোমায় নিয়ে অশেষ আশা।
ভরণ করে ছিলে তুমি পুলকিত চিত্তে,
হৃদয় মেথে উঠে ছিলে
হরষিত নৃত্যে।
শিশির সিক্ত রিক্ত গোলাপ দিলে হাতে তোলে,
অতীতের বেদনা বিধোর যবে
সবি গেলাম ভূলে।
হৃদয় আঙ্গীনায় অংকিত করিলাম শত সুখের নীড়,
সেথায় আমি হব শূভা
তুমি হবে প্রাচীর।
সহসা তুমি ভেঙ্গে দিলে আমার যত সব,
মেঘ ছাড়া বজ্র খশিল
ভাঙ্গিল হৃদ নভঃ।
যে হাতে তুমি দিয়ে ছিলে ফুল সে হাতে দিলে কাঁটা,
কপুল বেয়ে ঝরে এখন
অশ্রু ফোঁটা ফোঁটা!
আরও পড়ুন: স্বাধীনতা স্বরণে