ফুলবাড়ী ঈদবাজার পার্লারে তরুণীদের ভিড়
আর কয়েক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। উৎসবকে ঘিরে দিনাজপুরের ফুলবাড়ীতে ইতোমধ্যে শেষ হয়েছে ঈদের পোশাক, জুয়েলারি ও আনুষাঙ্গিক সবকিছুই কেনা। এবার সময় নিজেকে পরিপাটি করে তোলার।
জমজমাট চিত্র উপজেলার পার্লারগুলোতে। আর ঈদের আগে পার্লারে সিরিয়াল পাওয়াই মুশকিল। ফ্যাশনপ্রিয় তরুণীরা এখন ছুটছেন পার্লারে।
তরুণীদের সঙ্গে পাল্লা দিয়ে জেন্টস পার্লারগুলোতেও ভিড় দেখা যাচ্ছে। ঈদকে সামনে রেখে বাহারি হেয়ার স্টাইলের দিকে ঝুঁকছে ছেলেরা। পছন্দের ফুটবল খেলোয়ারকে ফলো করে নিজের রহয়ার স্টাইল পরিবর্তন করছেন অনেকেই।
উপজেলার পৌরএলাকার পার্লারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, ঈদ আনন্দ পরিপূর্ণ করে তুলতে তরুণ-তরুণী থেকে মধ্যবয়সী, এমনকি বয়স্করাও ভিড় করছেন ছোট-বড় পার্লারে। ফেসিয়াল, ফেয়ার পলিশ, গোল্ড ফেসিয়াল, ব্রন ট্রিটমেন্ট, স্পা, মেনিকিউর, পেডিকিউরসহ বিভিন্ন সেবা নিতে রূপসচেতন মানুষ এখন ব্যস্ত। যুগের সাথে তাল মিলিয়ে চুলের কাটও পরিবর্তন করছেন অনেকে। অনেকে বিভিন্ন রঙে রাঙিয়ে তুলছেন চুল।
পৌরএলাকার ফুটব্রিজ সংলগ্ন সামিউল মার্কেটের মলি বিউটি পার্লারের সত্ত্বাধিকারী মোছা. মলি বলেন, দিন দিন মানুষ রূপ সচেতন হয়ে উঠছে। তাই এখন উৎসবের কয়েকদিন আগেই মানুষ নিজেকে পরিপাটি করে সাজিয়ে রাখতে পছন্দ করেন।
তিনি বলেন, ২২ রমজানের পর থেকেই পার্লারে কাস্টমারের আনাগোনা বেড়েছে। ঈদ উপলক্ষে সবধরনের সেবাতেই চলছে ছাড়।
পার্লারে সেবা নিতে আসা রাফতাহুল আফরিন সোনিয়া বলেন, ঈদের দিন সবাই চায় নিজেকে একটু স্পেশাল দেখাতে। তাই ঈদ উপলক্ষে ফেসিয়াল, হেয়ার কাটিং, ভ্রু প্লাক করতে এসেছি। তিনি বলেন, ঈদ উপলক্ষে পার্লার গুলো অনেক অফার দেয়। যার কারণে কম টাকার মধ্যে অনেক সুবিধা পাই। তবে পার্লারগুলোতে ঈদের আগে জায়গা পেতে খুব কষ্ট হয়। তাই আগে থেকে চলে এলাম।
পৌরএলাকার রাফা বিউটি পার্লার, ঐশ্বর্য্য বিউটি পার্লার, ঐশী বিউটি পার্লার, বিবিয়ানা বিউটি পার্লার, অর্পিতা বিউটি পার্লার, লিজা বিউটি পার্লার, সুমি বিউটি পার্লার, কাজল বিউটি পার্লারসহ বিভিন্ন পার্লারে উপচেপড়া ভিড়। দীর্ঘ সিরিয়ালে সেবাগ্রহীতারা ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছেন। কর্মীদের দম ফেলার সময় নেই।
ননীগোপাল মোড়স্থ বিবিয়ানা বিউটি পার্লারে আসা তরুণী তানিয়া রহমান বলেন, বিশেষ উৎসব, তাই বিশেষ সাজ। হার্বাল ক্রিস্টাল ফেসিয়াল করেছেন।
অর্পিতা বিউটি পার্লারের সত্ত্বাধিকারী সাধনা মহন্ত বলেন, সারাবছরের তুলনায় ঈদের সময় বেশি সংখ্যক নারী বিশেষ পরিচর্যার জন্য পার্লারে আসেন। সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত রূপচর্চার বিকল্প নেই।
রূপচর্চায় মেয়েদের পাশাপাশি এগিয়ে আসছেন ছেলেরাও। জেন্টস পার্লারেও ভিড় লক্ষণীয়। ছোট-বড় পার্লারে চুল কাটা, শেভ, ফেসিয়ালসহ নানা পরিচর্যায় ব্যস্ত থাকতে দেখা গেছে ছেলেদের।
আরও পড়ুন: ইসলামপুরে সাংবাদিকদের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ও মত বিনিময়
কংকনা রায়