বারহাট্টায় বিশ্ব “মা” দিবস উদযাপিত
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব “মা” দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও সফল জননীদের মাঝে সম্মাননা প্রদান।
রোববার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাইনুল হক কাসেম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আমিরুন্নাহার খানম জবা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ। এছাড়াও গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ব “মা” দিবসে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক সফল জননী হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন নেত্রকোনা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা
আওয়ামী লীগের সভাপতি আমিরুন্নাহার খানম জবা, প্রধানমন্ত্রীর সামরিক সচীব কবীর আহম্মেদের “মা” অবসর প্রাপ্ত শিক্ষক মোছাঃ রহিমা বেগম, কমর উদ্দিন খানের স্ত্রী অবসর প্রাপ্ত শিক্ষক মাহমুদা লতিফা।
মা দিবসে সফল জননী আমিরুন্নাহার খানম জবা তার বক্তব্যে বলেন, দেশের শতকরা ৬০ ভাগ মা আজ নির্যাতিত তাদের ছেলে- মেয়ে- পুত্রবধু- জামাতার হাতে। অথচ, নিগৃহিতা-
বিধবা- লাঞ্চিতা মা নিজের সকল চাওয়া- পাওয়া স্বপ্ন আহলাদ বিসর্জন দিয়ে ছেলে-মেয়েকে মানুষ করলো। একদিন সন্তান মানুষ হলো, চাকুরী পেলো কিন্তু বিনিময়ে চির দুখিনী মা পেলো হতাশা, কান্না আর চোখের পানি।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কাছে সব মায়ের পক্ষে তিনটি দাবী জানান। দাবী গুলো হলো- (১)। সন্তানের চাকুরীর পর পরই মায়ের জন্য কোয়াটার বরাদ্দ করা। ২। শত ভাগ
রেশন দান। ৩। শতভাগ চিকিৎসা সেবা প্রদান।
আরও পড়ুন: কলমাকান্দায় ২৩০ পিস ইয়াবাসহ একজন আটক